রাজশাহীতে শিশুতোষ নাটক

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে বর্ণমালা থিয়েটারের উদ্যোগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী নির্মাণভিত্তিক কর্মশালা এবং শিশুতোষ নাটক “দস্যি ছেলের কাণ্ড” এর মঞ্চায়ন সম্পন্ন।

বর্ণমালা থিয়েটারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মেহেদীর ব্যবস্থাপনায় এবং থিয়েটারের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফের নির্দেশনায় মাসব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশানের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ ইকবাল জাভেদ।

নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর এবং শৈশব ফাউন্ডেশন এর চেয়ারম্যান হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দস্যি ছেলের কাণ্ড নাটকের নাট্যরূপকার, বিশিষ্ট নাট্যসংগঠক জোবায়ের আল মামুন।


সাঁঝবেলা ৭.৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর বর্ণমালা থিয়েটারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মেহেদী তার স্বাগত কথা রাখেন এবং প্রধান অতিথি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর এবং শৈশব ফাউন্ডেশন এর চেয়ারম্যান হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি জোবায়ের আল মামুনকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে কথা বলেন এবং নাট্যসন্ধ্যার উদ্বোধন করেন। শিশুদের মনকাড়া কোরিওগ্রাফি দর্শকবৃন্দের নজর কাড়ে এবং এরপর শুরু হয় নাটক দস্যি ছেলের কাণ্ড।


নাটক শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকলের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও সেরা অভিনেতা দুই জন এবং কর্মশালার সেরা নাট্যকর্মীকেও ক্রেস্ট তুলে দেয়া হয়।  সেরা অভিনেতা হয় থিয়েটারের অভিনেতা নাঈম ইফতেখার তাসনিম এবং মেসবাহ উল আলম মাহিম । সেরা নাট্যকর্মী হন থিয়েটারের অভিনেতা আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য যে, গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত নির্মাণভিত্তিক নাট্যকর্মশালায় মোট ২৪জন নাট্যকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *