মোবাইলে মুখ গুঁজে নব প্রজন্ম
বইয়ের পরিবর্তে মোবাইলে মুখ গুঁজে নব প্রজন্ম৷ পঠনপাঠন থেকে বিনোদন, সবকিছুই যে লুকিয়ে রয়েছে মুঠোফোনে৷ এক ক্লিকেই গোটা দুনিয়া ধরা দেয় হাতে৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মধ্যে বাড়ছে মোবাইল আসক্তি৷ পরিবর্তে কমছে মাঠে যাওয়ার প্রবণতা৷ তাই মোবাইল আসক্তি দূর করতে নয়া দাওয়ায় সামনে আনল বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ।
পড়ুয়াদের মাঠমুখী করতে বাঁকুড়া প্রাথমিক বালিকা বিদ্যালয় ও জেলা জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘের যৌথ উদ্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীদের নিয়ে পাঁচ দিনের ‘শারীর শিক্ষা শিক্ষণ শিবিরে’র আয়োজন করা হয়েছিল৷ শনিবার ছিল শেষ দিন৷ বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গনে এই শিবিরে অ্যাথলেটিক্স, কবাডি, ব্রতচারী, যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক ও লোকনৃত্য বিভাগে ১২১ জন ছাত্রী যোগ দিয়েছিলেন। এমন শিবিরে যোগ দিতে পেরে খুশী খুদেরাও। অংশগ্রহণকারী কৃতিকা পরামানিক, সাগরিকা সিংহের কথায়, ‘‘এখানে যোগা, বিভিন্ন ধরণের আসন, ব্রতচারী শিখলাম। খুব ভাল লাগল। এই ধরণের শিবির আরও হলে ভাল হয়৷’’
খুশী অভিভাবকেরাও। অভিভাবক কল্যাণ পরামানিক, শ্রাবণী মান্নারা বলেন, ‘‘বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে৷ যা কখনওই কাম্য নয়। সেখানে এই ধরণের প্রভাতী প্রশিক্ষণ শিবির শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে যথেষ্ট উপকারী হবে৷’’ বাঁকুড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহ শিক্ষক জয়ন্ত সিংহমহাপাত্র বলেন, ‘‘করোনাকালে দীর্ঘ দু’বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই সময়ে ‘গৃহবন্দি’ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শরীর চর্চার প্রয়োজনীয়তা আমরা সকলেই টের পেয়েছি৷ তাই এই শিবিরের আয়োজন৷’’ বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সাধারণ সম্পাদক রবীণ মণ্ডল বলেন, ‘‘শিশুদের মাঠমুখী করা ও প্রাথমিক জ্ঞান তৈরির উদ্দেশ্যে অ্যাথলেটিক্স, কবাডি, ব্রতচারী, যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক ও লোকনৃত্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে৷ তা না হলে পড়ুয়ারা কীভাবে মাঠমুখী হবে?’’
বস্তুত, এবারই প্রথম নয়৷ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে জেলার ছাত্র ছাত্রী ও যুব সমাজের শারীরিক, মানসিক ও চারিত্রিক উন্নতি বিধানের পাশাপাশি খেলাধুলোয় বিশেষ ভূমিকা পালন করে আসছে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। তাঁদের উদ্দেশ্য একটায়, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে তোলা!