ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে রোববার বিকেলে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। ওই তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওই তিন শিশু হলো বলদিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে সেফালী (৫), সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন (৫)। এই তিন শিশু সম্পর্কে মামাতো–ফুফাতো বোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ওই তিন শিশুর মৃত্যুর ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।