ভার্চ্যুয়াল শুনানি: মঙ্গলবার জামিন পেয়েছে ৩৫ শিশু

চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের শিশু আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে মঙ্গলবার ৩৫ শিশুকে জামিন দেওয়া হয়েছে। একই দিন অধস্তন আদালতে ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ১ হাজার ৩৯৫ কারাবন্দি।

বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে মঙ্গলবার ২৭ এপ্রিল ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ২৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৩৯৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া মোট ১১ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৪৬ জন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *