বিরামপুরে অ্যাকোয়া থিম বিনোদন পার্ক

দর্শনার্থী ও বিনোদন প্রেমীদের জন্য ৪০ বিঘা জমির উপর নির্মাণ হচ্ছে অ্যাকোয়া থিম বিনোদন পার্ক। দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর মহাসড়ক ঘেঁষে পার্কটি নির্মাণ হচ্ছে। উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু এর কর্ণধার। আগামী ডিসেম্বরে পার্কটি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। জানা গেছে, এখানে প্রায় হাজার মানুষের কর্মসংস্থান হবে।

অ্যাকোয়া থিম বিনোদনকেন্দ্রটি ঘুরে জানা যায়, দুই বছর আগে শুরু হয় পার্কটির নির্মাণ কাজ। ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে, আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে বাঁকি কাজ সম্পূর্ণ হবে। বিনোদন পার্কটি দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরে তৈরি হচ্ছে। যেখানে সহজেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও বিনোদনপ্রেমীরা আসতে পারবে।

পার্কের রাস্তা এবং গাছের নিচে আছে বসার চেয়ার। বিনোদন কেন্দ্রটির বিভিন্ন স্থানে আছে রয়েল বেঙ্গল টাইগার, জেব্রা, বনমানুষ, ঘোড়া, কুমির, জলপরী, পরী ও নারীসহ বিভিন্ন জীবজন্তুর মূর্তি, যা দেখে সহজেই আকৃষ্ট হবেন আগতরা।

পার্কের ইঞ্জিনিয়ার হামিদ উদ্দিন বলেন, ‌‘আমি এখানে প্রায় ১৮ মাস থেকে কাজ করে আসছি। এই পার্কের সব ডিজাইন, গ্রিল ও সুইমিংপুলের কাজ করছি।’

পার্কের জেনারেল ম্যানেজার নজির উদ্দিন বলেন, ‘বিরামপুর একটি বড় শহর। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসা সহজ। কিন্তু এখানে তেমন কোনো বিনোদন পার্ক নেই। তাই কর্তৃপক্ষ মানুষের বিনোদনের জন্য এই পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। বিনোদন কেন্দ্রটি একেবারে মহাসড়ক সংলগ্ন, সহজেই সবাই আসতে পারবেন। গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এই পার্কের এমডি খায়রুল আলম রাজু মহোদয়ের আগামীতে একটি উন্নতমানের হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924