বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু
জামালপুরের মেলান্দহে বাড়ির পাশের ডোবায় পড়ে বিজয় নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।
সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল মিয়ার ছেলে।
ফুলকোচা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) উজ্জ্বল মিয়া বলেন, খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। কিন্তু তার আগেই শিশুটি মৃত্যু হয়।
মেলান্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম পানিতে পড়ে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।