বাবা ঘুমে, মা ব্যস্ত কাজে, শিশু ডুবে গেল পানিতে

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে আজ মঙ্গলবার সকালে পানিতে ডুবে সামিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রিপন হোসেনের ছেলে। শিশুটি স্থানীয় দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিশুটির বাবা রিপন ঘুমিয়ে ছিলেন। মা ব্যস্ত ছিলেন গৃহস্থালির কাজ নিয়ে। এমন সময় সকাল নয়টার দিকে শিশুটিকে বাড়িতে খুঁজে না পেয়ে শিশুটির মা তাঁর স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে খোঁজাখুঁজি করে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি ডোবার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। এরপর দ্রুত লাশ উদ্ধার করে স্থানীয়রা।

একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা দুজনেই পাগলপ্রায়। কথা হলে শিশুটির বাবা রিপন হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল!’

দিঘী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফুলচান মিয়া বলেন, শিশুটি সাঁতার শেখেনি। পরিবারের অগোচরে খেলাতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *