বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ফুলকুঁড়ি আসর
প্রতিটি ছবিই একেকটি হৃদয়বিদারক গল্প । বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ফুলকুঁড়ি আসর
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। সুনামগঞ্জের দুর্গাকান্দ ও শ্যামনগর গ্রামের ঘরে ঘরে গিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দিয়েছে আসরের প্রধান পরিচালক আবরারুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
ফুলকুঁড়ি আসরের সমাজসেবা বিভাগের উদ্যোগে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি প্রয়োজনের আলোকে শিশুখাদ্যও (গুড়া দুধ, বিস্কুট, চিপস, চকলেট) বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের এক মুখপাত্র জানান, ধারাবাহিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় তাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।