বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে শিশু-কিশোরদের প্রতি  আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) শিশু-কিশোর সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ‘শৈল্পিক স্বপ্ন’ আয়োজিত ‘মুজিববর্ষ’ ও ‘বিজয় দিবস ২০২০’ এর বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

লিয়াকত আলী লাকী বলেন, ‘শৈল্পিক চর্চার মাধ্যমে একটি শিশু পরিণত হয় তার সৃজনশীল মেধার বিস্তৃত পরিসরে। তাই শিশুদের মেধার বিকাশে শুধু ক্লাসে বই পড়া নয়,সাংস্কৃতিক ও খেলার জগতেও তাদেরকে সম্পৃক্ত করতে হবে। ’

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী তিনি বলেন, ‘শিশুরা শুধু পড়াশোনা করলেই বড় হতে পারে না, প্রয়োজন মেধার সৃজনশীল সাহিত্য ও সাংস্কৃতির বিকাশ। তবেই শিশুর পুনর্বিকাশ হবে, সে তৈরি হবে পরিপূর্ণভাবে।’ এ জন্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় বেশি বেশি যুক্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

ড. অরূপ রতন চৌধুরী আরও বলেন, ‘সাহিত্য-সাংস্কৃতিক বলয়ে যুক্ত থাকা শিশু-কিশোররা কখনও মাদকাসক্ত হতে পারে না। এটা দেশ তথা সমাজের জন্য অনেক বড় পাওয়া।’

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী সংগীত শিল্পী নমিতা ঘোষ বলেন, ‘শিশুরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে ধারণ করলেই সে বুদ্ধিদীপ্ত একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।’

‘শৈল্পিক স্বপ্নে’র প্রতিষ্ঠাতা নাজনীন খানমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ শিশু একাডেমির সিনিয়র প্রশিক্ষক, আবৃত্তি শিল্পী ও জনপ্রিয় উপস্থাপক রুপশ্রী চক্রবর্তী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, শিশু সংগঠক, বিতার্কিক ও আবৃত্তি শিল্পী ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোজার আলম মাহমুদ, জনপ্রিয় লেখক ও শিশু সাহিত্যিক এবং সিসিমপুরের মিডিয়া কনসালটেন্ট পলাশ মাহবুব এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিভাগের প্রধান আশরাফিয়া আলী আহমদ নানতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924