ফেরিঘাটে ভিড়ে হারিয়ে যাওয়া শিশু খুঁজে পেল মায়ের কোল
দেশের ব্যস্ততম নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। ঈদের ছুটির পর মানুষ রাজধানীমুখী হওয়ায় দুই দিন ধরে এখানে যানবাহন ও মানুষের প্রচণ্ড চাপ। সেই ভিড়ের মধ্যে হারিয়ে যায় এক শিশু। তাকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মা। পরে ওই শিশুকে খুঁজে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম তৃষা আক্তার নিঝুম (১১)। বাড়ি ঢাকার সাভারে। তৃষাকে নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গিয়েছিলেন মা জান্নাতুল খাতুন। সেখানে তাঁর বড় মেয়ের বাড়ি।
পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন শেখ বলেন, সবার প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া তৃষার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তাঁরা। লঞ্চঘাট থেকে তৃষাকে উদ্ধার করে তার মায়ে হাতে তুলে দেন তিনি। হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা জান্নাতুল খাতুন। তৃষাকে চিপস, পানি ও জুস কিনে দেন পুলিশ সদস্যরা। এরপর তার পরিবারের সবাইকে নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়।