ফলো মি – তৌহিদুল ইসলাম

খেলার সদস্যরা সবাই পরিচালকের সামনে লাইন করে দাঁড়াবে বা বসবে। এবার পরিচালক কিছু অভিনয় বা অঙ্গভঙ্গি করে দেখাবে যেমন: চা খাওয়া, বই পড়া, পত্রিকা পড়া, ঘাস কাটা, রিকসা চালানো, গাড়ি চালানো, ছাত্রদের পড়ানো, কলা ছাড়িয়ে খাওয়া, পাখি দেখা, পাখির মতো উড়া, চুল আচড়ানো, ট্রাফিক পুলিশের কাজ, বিভিন্ন প্রাণীর ডাক ইত্যাদি। একবার করে দেখানোর পর সবাইকে একইসাথে পরিচালকের মতো অভিনয় করে দেখাতে হবে অথবা কী করা হলো তার নাম বলবে। যারা সঠিকভাবে বলতে বা করতে পারবে না তারা বাদ পড়ে যাবে। বাকিদের নিয়ে আবার শুরু হবে।
যারা খুব ছোট (ক্লাস ওয়ান/টু পর্যায়ের) তাদের এগুলো দেখিয়ে জিজ্ঞেস করা যেতে পারে আমি যা করছি তা কী/পেশার নাম। পরিচালক যা অভিনয় করবে ছোট সদস্যরা তার নাম বলার সাথে সাথে করেও দেখাবে।
এভাবে খেলা চলবে। যে সর্বশেষ থেকে ভালো করবে সে বিজয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924