পড়ার চাপে অতিষ্ঠ, মোদি বরাবর অভিযোগ কাশ্মিরী শিশুর
অনলাইন ক্লাসে পড়ার চাপে অতিষ্ঠ হয়ে এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর অভিযোগ দিয়েছে ছয় বছর বয়সের এক কাশ্মিরী শিশু। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন সাংবাদিক আওরঙ্গজেব নকশিবন্দী। রবিবার (৩০ মে) পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এখন পর্যন্ত ৯৮ হাজার বারের বেশি দেখা হয়েছে এ ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিশু বলতে শুরু করেছে, ‘ইংরেজি, অঙ্ক, উর্দু, পরিবেশবিদ্যা ও কম্পিউটার পড়তে হয় আমাকে। বাচ্চাদের জন্য অনেক খাটনির কাজ। কেনো বাচ্চাদের এত খাটতে হবে মোদিসাহেব?’ এই কথাগুলি বলার পর কিছুক্ষণের বিরতি নেয় সে। তারপর বলে, ‘কী আর করা যাবে, আসসালামু ওয়ালাইকুম মোদিসাহেব, বাই।’