পাকিস্তানের এক প্রদেশেই করোনা আক্রান্ত ২৫৩ শিশু
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ২৫৩ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুদের প্রত্যেকের বয়স ১০ বছরের কম।
গতকাল শনিবার এক ভিডিও বার্তায় সিন্ধু প্রদেশের মুখপাত্র ব্যারিস্টার মুরতাজা ওহাব এই তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ওই ভিডিও বার্তায় ব্যারিস্টার মুরতাজা ওহাব জানান, সিন্ধু প্রদেশে মোট করোনা আক্রান্ত ৭ হাজার ১০২ জনের মধ্যে ২৫৩ জনের বয়স ১০ বছরের কম। মোট আক্রান্তের ২৬ শতাংশ নারী।
তিনি আরও জানান, পরিবারের পুরুষ সদস্যদের অবহেলার কারণে নারী ও শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
ওই ভিডিও বার্তায় সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, ‘মহামারি শুরু থেকে এখন পর্যন্ত আমরা ৬১ হাজার ২০ জনের করোনার পরীক্ষা করিয়েছি। এই পরীক্ষায় ৭ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।’
তিনি আরও জানান, বিগত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪২৭ জনের পজিটিভ এসেছে।
সফটওয়্যার স্যলুশন কম্পানি ডারাক্সের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৪০ জনের।