পথ শিশুদের খাবার বিতরণ

“এসো তুলি নাও অন্তরে

আঁকি আলপনা ঝিকমিক”
এই শ্লোগান সামনে রেখে,প্রতিষ্ঠা বার্ষিকী ২০২০ এ ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী পথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে।আশিকুজ্জামান সুরুজের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিচালক আলমগীর হোসেন ও মেহেদি হাসান হেলাল।অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন অহিদুজ্জামান,বোরহান উদ্দিন,তানজিম তালহা  আমিরুল ইসলাম ও রবিউল ইসলাম।এই অনুষ্ঠানে শতাধিক শিশুদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924