নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক উদ্বোধন

মাগুরার মহম্মদপুর থানার নির্মানাধীন নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। সোমবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবীর সিদ্দিকী, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাসসহ থানার কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে মহম্মদপুর থানা কর্তৃক পুলিশ সুপার মাগুরা মহোদয়ের বিদায়ী অনুষ্ঠানে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন আবীব সিদ্দিকী শুভ্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল, মাগুরা এবং তারক বিশ্বাস, অফিসার ইনচার্জ, মহম্মদপুর থানা, মাগুরা। পুলিশ সুপার মাগুরা মহোদয়ের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924