নরসিংদীর শিবপুরে ৬ বছরের শিশু বাচ্চা নাজমুল কে নির্যাতন

নরসিংদীর শিবপুরের ৬ বছরের শিশু বাচ্চা নাজমুল দুষ্টুমি করায় গরুর রশি দিয়ে বেধে পিচের রাস্তায় টেনে হেচরে শিশুকে আহত করে শওকত আলী নামের এক ব্যক্তি। নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ার গাঁও গ্রামের মৃত রউসুন আলীর ছেলে ঘাতক শওকত আলী ।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান শিশু নাজমুলের খবর পেয়ে তার কার্যালয়ে ডেকে এনে
পরিবারের জন্যে সরকারি খাদ্য সহায়তা সহ নিজস্ব অর্থায়নে ঔষধ ও ফলফলাদি ক্রয় করে দিয়েছেন।

শিবপুরের মডেল থানার ওসি তাৎক্ষণিক ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ করেছেন। ওসি সালাউদ্দীন জানান
অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এবং আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রয়োগ করা হবে।

সূত্র: নরসিংদী মিরর

রিপোর্টার – আসাদুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *