চার মাস বয়সী শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে চার মাস বয়সী এক শিশুকন্যাকে হত্যা করার অপরাধে জহুরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ হত্যা মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম জেলার জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- নিহত শিশুর চাচা জুলজালাল ও চাচি তোহুরা বেগম।

ওই মামলা সূত্রে জানা, গত ২০০৬ সালের ২২ জুলাই বিকালে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চার মাস বয়সী শিশুকন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পার্শ্ববর্তী মাঠে হাঁস খুঁজতে যান। পূর্বশত্রুতার জের ধরে ওই সময় আসামি জহুরুল ইসলাম বাড়ির পেছনের ডোবায় শিশু সুমাইয়াকে হত্যার উদ্দেশ্য ফেলে রেখে পালিয়ে যান।

পরে অনেক খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর হবিবর রহমানের ছেলে জুলজালাল ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে জয়পুরহাট থানার এসআই খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *