চন্দনাইশে ১৩ বছরের শিশু করোনায় আক্রান্ত

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসদরের হাজীর পাড়া এলাকার হাজী নুরুল ইসলাম বাড়ির আহমদ উল্লাহর পুত্র মোহাম্মদ মিসকাত (১৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ মে মিসকাতের নমুনা সংগ্রহ করার পর গতকাল ১৮ মে সোমবার রাতে চট্টগ্রাম বিআইটিআইডিতে পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।

মিসকাতের করোনা সনাক্ত হওয়ার পর চন্দনাইশ উপজেলা প্রশাসন রাতেই আহমদ উল্লার বাড়ি লকডাউন ঘোষণা করেন।
মিসকাত চন্দনাইশ উপজেলার জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।  তার করোনা শনাক্ত বিষয়টি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত চন্দনাইশ উপজেলায়  ছয় করোনা রোগী শনাক্ত  হয়েছেন। তন্মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *