চট্টগ্রামে আছাড় মেরে শিশুকে অমানুষিক নির্যাতন
চট্টগ্রামের কর্ণফুলীতে ২ শিশুর বিরোধের জেরে এক শিশুকে তুলে আছাড় মারার পাশাপাশি অমানুষিক নির্যাতন চালিয়েছে এক যুবক। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জাকির।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৮ বছরের শিশু ইমতিয়াজ একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে জাকির নামে এক যুবক তাকে তুলে সজোরে আছাড় মারে। এরপর চড়-থাপ্পড় দিতে থাকলে কোনো রকম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পেছন থেকে তাকে আবারও লাথি মারা হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার (৩০ ডিসেম্বর) কর্ণফুলী এলাকায় দুই শিশুর ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে শিশু ইমতিয়াজকে অমানুষিক নির্যাতন করে জাকির। অভিযুক্ত জাকির স্থানীয় একটি ছাপাখানার কর্মচারী। তাকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেছে ইমতিয়াজের