গ্রিস থেকে ১০০ শিশু শরণার্থী নিচ্ছে ফিনল্যান্ড

গ্রিসের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নেবে ফিনল্যান্ড। তাদের মধ্যে ১০০ জনই অভিভাবকহীন শিশু। খবর ডয়চে ভেলে’র।

গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসন প্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে। তাদের শতকরা ৩৬ ভাগ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু। ঐ শিশুদের মধ্য থেকে ১৬০০ জনকে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ফিনল্যান্ড জানিয়েছিল, গ্রিস থেকে ১৭৫ জন অভিবাসন প্রত্যাশীকে নিতে তারা প্রস্তুত। এর মধ্যে ১৩০ জনকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দেশটি।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়,  ফিনল্যান্ডে আপাতত ১৩০ জনকে নেবে, তাদের মধ্যে ১০০ জন অভিভাবকহীন শিশু, বাকি ৩০ জন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্করা ফিনল্যান্ডে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাসের সুযোগ পাচ্ছেন। এর আগে জার্মানি ৪৭ জন এবং লুক্সেমবুর্গ ১২ জন অভিভাবকহীন শিশুকে নেয়ার কথা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924