খাদ্যাভাবে কয়েক লাখ শিশু মারা যাবে : জাতিসংঘ
নভেল করোনা ভাইরাসের মহামারির কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় এ বছর (২০২০) কয়েক লাখ শিশু মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহষ্পতিবার এক সতর্ক বার্তায় বিশ্ব সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এর ফলে গত দুই তিন বছরে শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে যে অগ্রগতি এসেছিল তা উল্টে যেতে পারে।
বিশ্ব সংস্থাটি তাদের এক রিস্ক রিপোর্টে বলেছে, বিশ্বের ১৪৩টি দেশের প্রায় তিনশ’ ৬৯ মিলিয়ন (৬ লাখ ৯০ হাজার) শিশু তাদের প্রতিদিনের পুষ্টির নির্ভরযোগ্য উৎস হিসেবে স্কুল মিলের উপর নির্ভর করত তাদের এখন অন্য কোথাও যেতে বাধ্য করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘শিশুদের উপর প্রতিটি হুমকির বিরুদ্ধে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।’ মহামারীটির প্রভাব কমানোর জন্য নেতাদের অবশ্যই তাদের নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলেও জানান তিনি।
নতুন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগটি মূলত শ্বাসযন্ত্রের অসুস্থতা। গত (২০১৯) বছরের শেষদিকে চীনের উহান শহরে রোগটি প্রথম দেখা দেয়।
রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়েছে রোগটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২ মিলিয়নের (২০ লাখ) বেশি লোককে সংক্রামিত করেছে। যার মধ্যে মারা গেছে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ। যুক্তরাষ্ট্র এবং চীনের গবেষণায় দেখা গেছে, করোনায় সংক্রামিত হলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে রোগের লক্ষণ কম প্রকাশ পায় এবং হালকা অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।