কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার আয়োজনে শিষ্টাচার বিষয়ক কর্মশালা
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার আয়োজনে “এসো সুন্দর হই” এই স্লোগানকে সামনে রেখে গত ২২ জুলাই ২০২৩ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল শিষ্টাচার বিষয়ক কর্মশালা। এতে মেলার ৫৮ জন ভাইবোন অংশগ্রহণ করে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ (সাবেক অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মেলার সহ-সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান (সাবেক সচিব, বাংলাদেশ সরকার), মেলার প্রবীণ সদস্য শেখ আহ্সানউল্লাহ্ মজুমদার (অধ্যাপক, স্থাপত্য কলা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) এবং সালাহউদ্ দীন আহমেদ (সাবেক বোর্ড মেম্বার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)।
কর্মশালাটি সকাল ন’টায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়।