করোনায় শিশু মৃত্যু খুবই বিরল: গবেষণা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা খুবই বিরল। ইউরোপের শিশুদের ওপর গবেষণা চালিয়ে সম্প্রতি একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

গবেষণায় বলা হয়, ৫৮২ জন করোনা আক্রান্ত শিশুর মধ্যে ১০ জনকে আইসিইউতে রাখা হয়েছিল। শিশুরা করোনায় আক্রান্ত হলে হালকা উপসর্গ দেখা দেয়। তবে অনেকের শরীরে করোনার কোনো উপসর্গই দেখা যায় না।

চিকিৎসকরা বলছেন, এই গবেষণা আশ্বাসদায়ক। তবে যে সব শিশুরা গুরুতরভাবে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য সর্বোত্তম ব্যবস্থা আবিষ্কার করতে আরো গবেষণার আহ্বান জানান চিকিৎসকরা। বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924