করোনায় বিশ্বে ২ কোটি ৩ লাখ শিশু টিকা বঞ্চিত
করোনা মহামারির কারণে গতবছর বিশ্বে দুই কোটি তিন লাখ শিশু তাদের নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়েছে। এক দশকে এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত বছর টিকা বঞ্চিত শিশুদের সংখ্যা ছিল ১২ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এই সংখ্যাটি ২০১৯ সালের থেকে ৩৭ লাখ বেশি।
জাতিসংঘের সংস্থাদুটি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রায় এক কোটি ৭০ লাখ শিশু এই সময়ে তাদের নিয়মিত টিকার একটি ডোজও পায়নি। মহামারির কারণে শিশুদের টিকা প্রাপ্তিতে বিশ্ব জুড়ে অসমতা তৈরি হয়েছে। এই শিশুদের অধিকাংশই সংঘাত চলছে এমন এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে বা বস্তিতে থাকে এবং তারা মৌলিক স্বাস্থ্যসেবার সুবিধাটুকুও পায় না।
২০১৯ সালের তুলনায় ৩৫ লাখ শিশুকে ডিটিপি-১ (ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও) টিকার প্রথম ডোজ এবং ৩০ লাখ শিশুকে হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ এখন কোভিডের-১৯ এর ভ্যাকসিনে দিকেই বেশি ঝুঁকছে। এর কারণে আমরা অন্যান্য ভ্যাকসিন থেকে পিছিয়ে পড়ছি। ফলে শিশুরা হাম, পলিওসহ বিভিন্ন মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকিতে পড়ছে।’