করোনায় ইতালিতে ১২২ চিকিৎসকের মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত ইতালিতে আক্রান্তদের সেবা করতে গিয়ে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার  (১৬ এপ্রিল) নিউরোলজিস্ট অ্যারিগো মোগলিয়া নামে এক চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও। এতে করে করোনায় আক্রান্ত হয়ে মোট ১২২ জন চিকিৎসকের মৃত্যু হলো।

 এফএনএমএসইও’র তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্তদের সেবা এগিয়ে এসেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫ জনে। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৬৭ জন। মোট আক্রান্ত এক লাখ ৬৫ হাজার ১৫৫ জন।
ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *