এবার নিউ ইয়র্কেও শিশুদের দেহে রহস্যময় উপসর্গ
ব্রিটেনের পর এবার নিউ ইয়র্কেও শিশুদের দেহে রহস্যময় উপসর্গ দেখা দিয়েছে। নিউ ইয়র্কের হাসপাতালে ১৫ জন শিশু ভর্তি হয়েছে। এসব শিশুর দেহে বহুমাত্রিক প্রদাহজনিত উপসর্গ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ সোমবার এক স্বাস্থ্য সতর্কতায় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব শিশুর দেহের উপসর্গ হয়তো কোভিড-১৯-এর সঙ্গে সম্পর্কিত। গত ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের বয়স ২ থেকে ১৫ বছর। এসব শিশুদের অনেকের শরীরেই এরই মধ্যে করোনা পজিটিভ এসেছে। তবে সব শিশু করোনায় আক্রান্ত নয়। বেশ কিছু শিশুর ক্রমাগত জ্বর, কাওয়াসাকি রোগ বা টক্সিক শক সিনড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে। কাওয়াসাকি রোগের কারণে ধমনীর প্রাচীরে এক ধরনের প্রদাহ তৈরি হয় এবং হূদিপণ্ডে রক্তের সরবরাহ কমিয়ে আনে। অনেক ক্ষেত্রেই শিশুরা কোনো ধরনের জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। আবার অনেক ক্ষেত্রে এটা একটি শিশুর মৃত্যুর কারণও হতে পারে। বেশ কিছু শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া অর্ধেকের বেশি রোগীর দেহে রক্তের প্রয়োজন হয়েছে। তবে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে এ ধরনের রোগে কারো মৃত্যু হয়নি।
এর আগে ব্রিটেনেও কিছু শিশুর দেহে খুবই বিরল উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গ করোনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা শিশুদের দেহে এ ধরনের উপসর্গকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। বিবিসি