আন্তঃআসর ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠেয় আন্তঃআসর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
শাখা পরিচালক মুঃ শাহে জাহান’র পরিচালনায় শাখা সহকারী পরিচালক রিদুয়ান আলম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড সরকারহাট শাখা প্রধান মুঃ রফিকুল ইসলাম ইসলামাবাদী।
আরও উপস্থিত ছিলেন শাখা অর্থ সম্পাদক জুলকারনাইন, বায়েজিদ অঞ্চল পরিচালক আরশাদ আব্বাস, পাঁচলাইশ অঞ্চল পরিচালক অগ্রপথিক মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় রক্তকরবী আসর ও রানার্সআপ হয় শাপলাশালুক আসর।ম্যান অব দ্যা সিরিজ মু আশিকুর রহমান,ম্যান অব দ্যা ফাইনাল মাহি, সেরা বোলার আব্দুল মালেক ও সেরা ব্যাটসম্যান মিশকাত উদ্দিন স্বীকৃত হয়ে পুরস্কার গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924