আইসিসির ফেসবুকে স্থান পেলো লক্ষ্মীপুরের বাচ্চাদের ক্রিকেট খেলার ছবি

গ্রামের বাড়ির আঙিনায় দুইটি শিশু ক্রিকেট খেলছে। ব্যাটিং করছে এক হাফপ্যান্ট-টি শার্ট পড়া শিশু। অন্যদিকে মাথায় টুপি, গেঞ্জি ও লুঙ্গি পরে বল করার পর দাঁড়িয়ে আছে আরেক শিশু।

লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের ক্রিকেট খেলার ছবি স্থান পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেসবুক পেইজে।

গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজে দুটি শিশুর ক্রিকেট খেলার ছবি আপলোড করা হয়।

ছবিটি মো. শফিউল বশির নামে একজন তুলেছেন বলে পেইজে উল্লেখ করা হয়েছে।

ওই ছবিতে আরও দেখা যাচ্ছে, বলারের পাশেই গাছের দুটি লাঠির স্ট্যাম্প। আর ব্যাটসম্যানের পেছনের গাছটিই হলো স্ট্যাম্প। বাড়ির টিনের ঘরের সামনের বসার স্থানে অন্য একটি শিশু উপুড় হয়ে তাদের খেলা দেখছে। তবে ছবিটি রামগঞ্জ উপজেলার কোন এলাকার তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এদিকে ওই ছবিটিতে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার ফেসবুক ব্যবহারকারীরা মন্তব্য করে আনন্দ প্রকাশ করছে। যে যার মতো করে গ্রামের খেলার প্রতিচ্ছবি তাদের লেখায় ফুটিয়ে তুলছে।

বিডি চাইল্ড/এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924