অভিযাত্রী শাখা কর্তৃক ভাষা দিবস উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের প্রধান পরিচালক অলী ইব্রাহীম , কেন্দ্রীয় আসরের খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক জুবায়ের রাসেল, শাখা পরিচালক ও কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য এইচ এম আতিকুজ্জামান, শাখা সহকারী পরিচালক হুসাইন দিলাওয়ার, শাখা সাবেক সহকারী পরিচালক আব্দুল্লাহিল কাফী, মেসবাহ হোসেন সাব্বির, শাখা অর্থ সম্পাদক আব্দুল আলীম, অফিস সম্পাদক নুরুউদ্দীন মোল্লা সিয়াম, Expeditor Pedal Squad এর পরিচালক অগ্রপথিক সাজিদ মাহমুদ প্রমুখ।