অভিবাসন সংকট: গ্রিসে ডুবে যাওয়া নৌকায় ছিল ১০০ শিশু
দক্ষিণ গ্রিসের কাছে ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিতে অন্তত ১০০ শিশু ছিল বলে জানিয়েছেন নৌকার বেঁচে যাওয়া যাত্রীরা। এই দুর্ঘটনায় ইতোমধ্যেই অন্তত ৭৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নৌকাটিতে ৭৫০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকলেও তাদের জীবিত উদ্ধারের আশা সময়ের সঙ্গে কমে আসছে।
গ্রিক টিভি জানিয়েছে, মানবপাচারের সন্দেহে বেশ কয়েকজন মিসরীয়সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌকাটি মিসর থেকে খালি রওনা হয়েছিল। লিবিয়ার টোব্রুক বন্দর থেকে এটি ইতালির উদ্দেশ্যে অভিবাসীদের তুলে নিয়েছিল।
স্থানীয় একটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ম্যানোলিস মাকারিস বলেন, ‘বেঁচে থাকা লোকজন জানিয়েছে নৌকায় শিশু ও নারী ছিল।’
তিনি বলেন, ‘একজন আমাকে ১০০ শিশুর কথা বলেছে। অন্যজন বলছে, সংখ্যাটা ৫০। তাই আমি কিছুটা দ্বিধাগ্রস্ত।’
দুর্ঘটনায় অন্তত ৬০০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন ডা. মাকারিস।
সূত্র: বিবিসি