শিশু অধিকার সপ্তাহে ফুলকুঁড়ি আসরের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞানমেলা ২০২৫
অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিশু একাডেমি ও ফুলকুঁড়ি আসরের যৌথ আয়োজনে জাতীয় বিজ্ঞানমেলা ২০২৫
গত ১১ অক্টোবর (শনিবার) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ শিশু একাডেমি এবং জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের যৌথ আয়োজনে অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞানমেলা ২০২৫। উক্ত বিজ্ঞানমেলায় সারাদেশের ৪৮টি ক্লাব হতে ১২২টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞানমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোফেসর ড. মাহবুব রাজ্জাক, বাংলাদেশ শিশু একাডেমির প্রশাসনিক অফিসার মোসাম্মৎ নাসরীন আকতার, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা লায়লা আরজুমান বানু সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞানমেলায় সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন আজাদ।
মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, স্পেস ইনোভেশন ক্যাম্পের মিশন কন্ট্রোলার মো. রাসেল ইসলাম, ইউআইটিএস এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান আল ইমতিয়াজ এবং রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিদ হাসান আকাশ।
সারাদেশ থেকে আসা খুদে বিজ্ঞানীদের প্রজেক্টগুলো প্রদর্শনী ও বিচারকার্য চলে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ১২টায় প্রধান অতিথির উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি দর্শনার্থীসহ অনূর্ধ্ব ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীর জন্য ছিলো বিজ্ঞান কুইজ, রুবিকস কিউব, মজার বিজ্ঞান প্রদর্শনী, ভ্রাম্যমাণ বিজ্ঞান বাসসহ আরও অনেক আয়োজন। বিকাল ৩টায় শিশু একাডেমির মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞান কুইজে বিজয়ী ৫জন এবং সেরা ৫টি প্রোজেক্টকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের অধীনে ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে, যার নিবন্ধন নং ক-০০৬। বিজ্ঞানমনস্ক শিশুকিশোরদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিয়মিত বিজ্ঞান ক্লাস, বিজ্ঞান বিষয়ক বই বিতরণ, বিজ্ঞানমেলায় অংশগ্রহণ, বিজ্ঞানমেলার আয়োজন, বিজ্ঞান সাময়িকী প্রকাশ, বিজ্ঞান কুইজ ও রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, বিজ্ঞানভ্রমণ, বিজ্ঞান স্মারক প্রকাশ ইত্যাদি আয়োজন করে থাকে।