বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

“শিশুর কথা শুনব আজ,
শিশুর জন্য করব কাজ”
এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার পুরুস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান বাশিকপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতাজ আহমেদ এনডিসি, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা আক্তার, যুগ্ন সচিব , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাশিকপ সহ সভাপতি সাইফুল আলম, মসয়ূদ মান্নান এন ডি সি, মাজেদা শওকত আলী, হাজী আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মনিরুল আলম, কোষাদ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কুটু, অনুষ্ঠান উপ কমিটির সদস্য সচিব রিতা জেসমিন এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য মাহমুদ খান বিজু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩৫জন এবং রচনা প্রতিযোগিতায় ২৮জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে ফুলকুঁড়ি আসর, কচিকাচার মেল, সবুজ কুঁড়ি সহ বিভিন্ন শিশু সংগঠন ধারাবাহিকভাবে মঞ্চে গান, আবৃত্তি এবং নাটিকা পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *