শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি পত্রিকার ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত
২২ নভেম্বর ২০২৪ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমী সৈয়দ ওয়ালিউল্লাহ সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে শিশুকিশোর “মাসিক ফুলকুঁড়ি” পত্রিকার ৪০০তম সাহিত্য সভা। দেশ বরেণ্য কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সাহিত্য সভায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিশুকিশোররা তাদের স্বরচিত লেখা নিয়ে উপস্থিত হয়। বিকেল ৩ ঘটিকায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোর ও আমন্ত্রিত অতিথিদের স্বরচিত লেখাপাঠ, লেখা পর্যালোচনা এবং সবশেষ অতিথিদের কথার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
৪০০তম সাহিত্য সভার এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব, বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সম্পাদক আহমদ মতিউর রহমান, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট লেখক ও ছড়াকার নাঈম আল ইসলাম মাহিন, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক আবরারুল হক, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর এবং ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, বিশিষ্ট কথা সাহিত্যিক নাসিমুল বারী, বিশিষ্ট শিশু সাহিত্যিক আরিফ বখতিয়ার, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক হাসনাহেনা চৌধুরীসহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক জয়নুল আবেদীন আজাদ।
সভায় প্রধান অতিথি তার কথায় বলেন, ‘মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে এই ধরণের শিশু সাহিত্য এখন আর চলবে না। শিশু সাহিত্য এমন হবে, তার মধ্যে ম্যাচিউরিটি থাকবে, তার মধ্যে ম্যাসেজ থাকবে, বক্তব্য থাকবে এবং তার মধ্যে একটি আহবান থাকবে যেটি শিশুকে তাড়িত করবে, তাকে পরিচালিত করবে কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে।’
‘ফুলকুঁড়িতে লিখি, লেখালিখি শিখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শিশুকিশোর “মাসিক ফুলকুঁড়ি” নামক শিশুকিশোর পত্রিকাটি ১৯৭৮ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে যা দেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিশুকিশোরদের প্রিয় এ পত্রিকাটি শিশুকিশোরদের সাহিত্য চর্চার উদ্দেশ্যে নিয়মিত ছড়া, কবিতা, গল্প, উপন্যাসসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক রচনা প্রকাশ করে আসছে। শিশুকিশোরদের সাহিত্য চর্চার উদ্দেশ্যে “মাসিক ফুলকুঁড়ি” পত্রিকার একটি অন্যতম আয়োজন সাহিত্য সভা।
শিশুকিশোরদের সাহিত্যানুরাগী হিসেবে গড়ে তোলার জন্য প্রতি মাসে মাসিক ফুলকুঁড়ি পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত হয় মাসিক সাহিত্য সভা। নিয়মিত আয়োজিত সাহিত্য সভার প্রায় ৩ যুগ অতিক্রম করে ২২ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালিউল্লাহ সভাগৃহে আয়োজিত হলো ৪০০তম সাহিত্য সভা।