চলমান সংকট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ১১ দফা দাবি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) কর্মবিরতিতে গেলে দেশব্যাপী ট্রাফিক পুলিশের চরম সংকট দেখা দেয়। চলমান এ সংকট নিরসনে ট্রাফিক পুলিশের কাজ করছে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের সকল স্থানে রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের এ উদ্যোগের ফলে চলমান সংকট অনেকটাই নিরসন হয়।
মিরপুর ১০ এ ট্রাফিক পুলিশের কাজে অংশগ্রহণকারী দশম শ্রেণির শিক্ষার্থী তাজদীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে যখন ট্রাফিক পুলিশ তাদের কাজে ফিরতে পারছেন না এমতাবস্থায় যদি কেউ ট্রাফিক এর এই দায়িত্ব পালন না করেন তাহলে দেশে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ভয়াবহ রূপে দেখা দিবে। ফলে দেশের মানুষ একটি দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। তাই আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা এই ট্রাফিক এর দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এই কাজের মাধ্যমে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পেরে ভালো লাগছে। ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের সেবা করতে পেরে আরো ভালো লাগছে।’

অন্যদিকে সিরাজগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের কাজে অংশগ্রহণকারী দশম শ্রেণির শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ সাজিদ বলেন, ‘সাময়িক সময়ের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে সারা দেশের সকল প্রকার ছাত্র ছাত্রী রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রন করছে, যা দেশের যানবাহন এবং জনগনের জন্য অত্যন্ত উপকারি একটি মাধ্যম। আমি নিজেও সিরাজগঞ্জ শহরে এই দায়িত্ব পালন করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে এই দায়িত্ব পালনের সময় অনেক ভালো লেগেছে। এই দায়িত্ব পালনে সকল প্রকার মানুষের ভালবাসা এবং সম্মান আমাকে আরও অনুপ্রানিত করেছে। কিন্তু মাঝে মাঝে কিছু যানবাহন নিয়ম মেনে চলতে পারে না যার জন্য একটু খারাপও লাগে। কিন্তু সেই খারাপ লাগা টাও সাময়িক সময়ের জন্য। আসলে কোন কাজই ছোট নয় এবং আমাদের সকলকে উচিত সবার কাজকে যথাযথ মর্যাদা দেওয়া।’

বাংলাদেশ একটি সংকটময় অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করলেও শিক্ষার্থীদের এ দায়িত্ববোধ প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924